সংবাদ শিরোনাম :
ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর
ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীতে সব প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীর অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধির নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গু পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে। ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ রোববার (২৮ জুলাই) থেকে ডেঙ্গু পরীক্ষার খরচ কমানোর এই সিদ্ধান্ত কার্যকর হবে ও পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বহাল থাকবে। এদিন স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত জরুরি সভায় এসব পদক্ষেপ নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মেডিক্যাল অফিসার (হাসপাতাল) ডা. শাহ্‌ আলম সিদ্দিকী। সভায় ডেঙ্গু টেস্টের মূল্য নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিম্নে এগুলো তুলে ধরা হলো

১) ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে:

ক) NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ); পূর্বমূল্য ছিল ১২০০ – ২০০০ টাকা।

খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ৮০০ – ১৬০০ টাকা

গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।

২) সব প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে।
৩) সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।
৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com