সংবাদ শিরোনাম :
ডিসিদের সম্মেলন ‍শুরু মঙ্গলবার

ডিসিদের সম্মেলন ‍শুরু মঙ্গলবার

আগামী-২৪-জুলাই-থেকে-শুরু-হচ্ছে-ডিসি-সম্মেলন

রাজধানীতে জেলা প্রশাসকদের (ডিসি) ২৪ জুলাই মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু হতে যাচ্ছে।

২৩ জুলাই, সোমবার মন্ত্রিপরিষদ সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

জিয়াউল আলম জানান, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের প্রধান অনুষ্ঠান শুরু হবে। সম্মেলনের প্রথম দিন বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

এবারের সম্মেলনে কমপক্ষে ১৮টি কার্য অধিবেশন হবে। সম্মেলনে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবরা যোগ দেবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

 

ডিসিদের দেওয়া ৩৪৭টি প্রস্তাবনা দিয়ে সম্মেলনে আলোচনা হবে বলেও জানান জিয়াউল আলম।

সম্মেলনের মূল বিষয়গুলো হলো—ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন।

 

জেলা প্রশাসকরা সম্মেলন চলাকালে ২৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া পরদিন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সচিবদের সঙ্গে জেলা প্রশাসকরা মতবিনিময় করবেন বলে জানান জিয়াউল আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com