সংবাদ শিরোনাম :
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক। আইনটি বর্তমানে আইসিটি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। সম্পাদক পরিষদ ও সাংবাদিক নেতাদের মতামত নিয়ে আইনের খসড়ায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

এর আগে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের খসড়ার বিষয়ে বিষয়ে নিজেদের উদ্বেগের জানিয়েছেন সাংবাদিক নেতারা। আইনমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা, মধুসূদন মণ্ডল। এ সময় তাঁরা নিজেদের লিখিত মতামত মন্ত্রীর হাতে তুলে দেন।

প্রস্তাবিত আইনে উল্লেখ করা ডিজিটাল এজেন্সি ও সম্প্রচার কমিশনের কর্মপরিধি সাংঘর্ষিক হবে বলে নিজেদের আশঙ্কার কথা জানান সাংবাদিক নেতারা। তাঁরা বলেন, ডিজিটাল মহাপরিচালক গণমাধ্যমের প্রতিকৃতি সম্পর্কে না জানলে নতুন জটিলতার সৃষ্টি হবে।

বিএফইউজের এ মতামতের বিষয়ে আইনমন্ত্রী বলেন, প্রস্তাব পেয়েছি। পরবর্তী সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে, সম্পাদক পরিষদের সদস্য, সাংবাদিক নেতাসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হবে। সেখানে তাঁরা এই মতামতসহ আরো কোনো বক্তব্য, তা থাকলে তা তুলে ধরবেন। এই আইনটি করা হয়েছে ডিজিটাল নিরাপত্তার জন্য। এ আইনের যেন অপব্যবহার না হয়, যে ধারাগুলোর ব্যাপারে আপত্তি আছে, সেগুলো পর্যালোচনা করা হবে। এমনভাবে আইনটি করা হবে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন এবং ডিজিটাল নিরাপত্তাও যেন নিশ্চিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com