লোকালয় ২৪

ডাকাতির পর ডলার উড়িয়ে মেরি ক্রিসমাস

ডাকাতির পর ডলার উড়িয়ে মেরি ক্রিসমাস

চুল-দাড়ি তার সবই সাদা। ভাবখানা পুরোদস্তুর দার্শনিকের। এই ব্যক্তিটিই ব্যাংক ডাকাতি করে সেই অর্থ রাস্তায় উড়িয়ে পথচারীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাকাডেমি ব্যাংকে।

পুলিশ জানিয়েছে, ‘একজন বয়স্ক শেতাঙ্গ ব্যক্তি’ সোমবার মধ্যাহ্নভোজের সময় কলোরাডো স্প্রিংসের অ্যাকাডেমি ব্যাংকে ডাকাতি করেন। ৬৫ বছরে এই ব্যক্তির নাম ডেভিড ওয়েইন অলিভার।

প্রত্যক্ষদর্শী ডিয়ন প্যাসকেল স্থানীয় সংবাদমাধ্যম ইলিভেন নিউজকে বলেন, ‘তিনি ব্যাংক ডাকাতি করেন, বাইরে আসেন, পুরো জায়গাটিতে ডলার উড়িয়ে দেন। তিনি ব্যাগ থেকে ডলার বের করে উড়িয়ে দিয়ে বলছিলেন মেরি ক্রিসমাস’।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি এরপর কাছের স্টারবাকস কফি শপের কাছে যান এবং সেখানে বসে গ্রেপ্তার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

পথচারীরা অবশ্য ডলারগুলো কুড়িয়ে পরে ব্যাংকের কাছে ফেরত দিয়েছেন।