সাগর হোসেন ফিরোজ, ঠাকুরগাঁও থেকে: সৈয়দপুর বিমানবন্দরে, ঠাকুরগাঁও-২ আসনের দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম কে ।
সৈয়দপুর বিমানবন্দর থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন দবিরুল ইসলাম ও দলীয় নেতা-কর্মীরা ।
আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম বলেছেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিগত নির্বাচনের মতো এই নির্বাচনেও ঠাকুরগাঁও-২ আসনে নৌকা কে বিজয়ী করতে হবে।
আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম আবারো ঠাকুরগাঁও-২ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ের (বালিয়াডাঙ্গী-হরিপুর) দুই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় নৌকার স্লোগানে মুখরিত হয়ে উঠে এবং নেতাকর্মীদের আনন্দে উচ্ছাসিত হতে দেখা যায়। আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য নেতাকর্মীরা প্রতিজ্ঞা করেন।
রবিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ‘নৌকা প্রতীকে’ ঠাকুরগাঁও-২ আসনে দবিরুল ইসলাম কে মনোনয়ন প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে মনোনয়ন নিয়ে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুরে আসেন তিনি।
এরপর তাকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ (হরিপুর ছাত্রলীগের পক্ষ থেকে মামুন সরকার) সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সৈয়দপুর বিমান বন্দর থেকে গাড়ি বহরের মধ্যে দিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিয়ে আসেন।
আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের মতো ঠাকুরগাঁও-২ আসনে উন্নয়নের জোয়ার বইছে। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ সহ প্রত্যেকটি সেক্টরে অসংখ্য উন্নয়ন হয়েছে। আর এসব উন্নয়ন দৃশ্যমান। জনগণ দেশে আ.লীগের সরকারের উন্নয়ন চিত্রের কথা ভেবেই পুনরায় নৌকায় ভোট দিবেন বলে তিনি আশা করেন।
আবারো ঠাকুরগাঁও-২ আসনে দবিরুল ইসলাম কে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাঙ্গী-হরিপুর) দুই উপজেলার আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অসংখ্য ধন্যবাদ জানান।