লোকালয় ২৪

ঠাকুরগাঁওয়ে প্রতিটি ইউনিয়নে করোনা টিকা প্রদান শুরু 

মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁওয়ে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে গণ টিকা প্রদান শুরু হয়েছে। শনিবার(৭ আগস্ট) সকালে একযোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর, মোহম্মদপুর, আক্চা সহ ১৪ টি ইউনিয়নে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এ দিন করোনা টিকা প্রদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ্ আল মামুন। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা কার্যক্রম কর্মসূচীর প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে ৬ শ জন মানুষকে ৮ হাজার ৪শ টি করোনা টিকা প্রদান করা হবে, এবং তিনটি ওয়ার্ডে ৬ টি টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে এ কর্মসূচীর মাধ্যমে সকলকে টিকার আওতায় আনা হবে। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, আক্চা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ও মোহম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহাগ এর সাথে কথা হলে তারা বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আমরা প্রথমে ওয়ার্ডে ওয়ার্ডে বয়স্ক ও বিধবা ভাতা কার্ডধারী মানুষের নামের তালিকা করেছি। সে তালিকা অনুযায়ী টিকা প্রদান করা হচ্ছে। তারা বলেন, টিকা নিতে ইউনিয়নবাসী আগ্রহ প্রকাশ করছে। টিকা গ্রহণের পর এখনো কারো শারিরিক অসুস্থতার খবর পাওয়া যায়নি।