মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় ২৮৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ৪৭ জন, বালিয়াডাঙ্গী উপজেলার ১৫, রানীশংকৈল উপজেলার ৪০ জন, হরিপুর উপজেলার ৯ ও পীরগঞ্জ উপজেলার ২১ জন রয়েছে। মৃত্যু হয়েছে ৭ জনের।’ সিভিল সার্জন আরও বলেন, ‘ঠাকুরগাঁও জেলায় দিন দিন যেভাবে করোনা বাড়ছে তা দেখে আমরা উদ্বিগ্ন। এ সংক্রমণ ঠেকাতে আরও কঠোর হতে হবে। তা না হলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে।’
ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ২৬১ ও মৃত্যু ৯৪ জনের।