সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের বেতনা সীমন্তে ৭ম শ্রেণীর এক ছাত্রকে চোরাকারবারি হিসেবে আটক করেছে- বিজিবি

ঠাকুরগাঁওয়ের বেতনা সীমন্তে ৭ম শ্রেণীর এক ছাত্রকে চোরাকারবারি হিসেবে আটক করেছে- বিজিবি

ঠাকুরগাঁওয়ের বেতনা সীমন্তে ৭ম শ্রেণীর এক ছাত্রকে চোরাকারবারি হিসেবে আটক করেছে- বিজিবি
ঠাকুরগাঁওয়ের বেতনা সীমন্তে ৭ম শ্রেণীর এক ছাত্রকে চোরাকারবারি হিসেবে আটক করেছে- বিজিবি

সাগর হোসেন ফিরোজ, হরিপুর (ঠাকুরগাঁও) থেকেঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এক ৭ম শ্রেণী পড়ুয়া কিশোরকে আটক করেছে বিজিবি। স্থানীয় সুত্রে জানাজায় যে, গত রাত আনুমানিক ২টার সময় হরিপুর উপজেলার বেতনা সীমান্তের ৩৬৬ নং মেইন পিলার এলাকা থেকে প্রায় ২ কি:মি: বাংলাদেশ অভ্যন্তরে বেরীবাঁধ ঘেষা মানিকখাড়ি গ্রাম থেকে একই গ্রামের মো:সলেমান আলী (বরিয়ালী)র ছেলে একই উপজেলার আমগাঁও জামুন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মো:আবু জাফর ঋতু (১৩) কে চোরাকারবারি হিসেবে আটক করে বেতনা বিজিবি ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। রোজ বুধবার সকাল ১০টা ৫৪ মিনিটে বেতনা ক্যাম্প কোমান্ডার মো: কাবুল হোসেন ও ১০টা ৫৬ মিনিটে ৫০ বিজিবির কোমান্ডিং অফিসার লে.কর্ণেল তুহিন, মো: মাসুদ এর সাথে ফোনে কথা বললে তারা উভয়ে আটকের সত্যতা নিশ্চিত করেন। আটকের সময় তার কাছে কোন মালা মাল পাওয়া গেছে কিনা জানতে চাওয়া হলে উভয়ে তখন কিছু না বলে পরবর্তীতে যোগাযোগ করতে বলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com