লোকালয় ২৪

ঠাকুরগাঁওয়ের অতিথি পাখি

ঠাকুরগাঁওয়ের অতিথি পাখি

সাগর হোসেন ফিরোজ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা  কয়েকশত বছরের ঐতিহ্যবাহী শীতল শরী/শত শরী/পীরহাট এবং রানীশংকৈলের রামরাই পুকুরে হাজারো অতিথি পাখির সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আজ শীতের সোনালী রোদ্রে আমাদের ঠাকুরগাঁওয়ের বিভিন্ন প্রতিনিধি অতিথি পাখি বিচরণের চোখ ধাঁধানো দৃশ্য পর্যবেক্ষণ করেন।
স্থানীয় সুত্রে জানা যায় যে, পুকুরটিতে বেশ কয়েকদিন আগে থেকে পাখিগুলো পুকুরে ঘুরাঘুরি করছে কিন্তুু পুকুরে নামেনি গতকাল থেকে পুকুরে ঝাঁকে ঝাঁকে নামতে দেখা গেছে। পুকুর পাড়ের গুচ্ছগ্রাম বাসিন্দা মো: রাইসুদ্দিন ও মো: আলম বলেন পুকুরে বিভিন্ন রকম পাখির আনাগোনা দেখা যাচ্ছে এবং তারা আরও বলেন যে এই পাখিগুলো আসাতে এখানকার পরিবেশ আগের চেয়ে খুব মনমুগ্ধকর লাগছে।স্থানীয়রা এই পাখি গুলোকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দেশের পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে রাষ্ট্রীয়   ও সকল স্তরের জনগনের  সহযোগীতা কামনা করেছেন।