লোকালয় ২৪

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে পশুর হাট বসানো ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি অনুমতি ব্যাতিত পশুর হাট বসিয়ে স্বাস্থ্যবিধি না মেনে এবং অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোতওয়াল্লী গোলাম মাওলা চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

১৫ জুলাই বৃহস্পতিবার উল্লেখিত কারনে মোতওয়াল্লী গোলাম মাওলা চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ। জানা যায়, সালন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে সরকারি অনুমতি ব্যতীত কুরবানীর পশুর হাট লাগান মোতওয়াল্লী দাবি করা গোলাম মাওলা চৌধুরী। হাটে করোনার স্বাস্থ্যবিধি না মেনে তথা নিরাপদ দূরত্ব বজায় না রেখে অতিরিক্ত টোল বা লেখাই আদায় করা হলে বিষয়টি ঠাকুরগাঁও জেলা প্রশাসনকে জানান স্থানীয়রা। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ হাটে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে মোতয়াল্লীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।