ট্রেনে পাথর নিক্ষেপে পৌনে ২ কোটি টাকার ক্ষতি

ট্রেনে পাথর নিক্ষেপে পৌনে ২ কোটি টাকার ক্ষতি

ট্রেনে পাথর নিক্ষেপে পৌনে ২ কোটি টাকার ক্ষতি
ট্রেনে পাথর নিক্ষেপে পৌনে ২ কোটি টাকার ক্ষতি

লোকালয় ডেস্কঃ গত পাঁচ বছরে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে ১৫০টি। এতে প্রাণ হারিয়েছেন একজন রেল কর্মকর্তা। মারাত্মক আহত হয়েছেন আরো ১৪ জন। প্রায় ২ হাজার জানালা ভেঙেছে। পৌনে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে এক মতবিনিময় সভায় রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন এসব তথ্য জানান।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে করণীয় ঠিক করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় রেল সচিব বলেন, ৩৬টি ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, যেসব এলাকায় পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে থাকে। এসব এলাকায় নিরাপত্তা জোরদার করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেল সচিব বলেন, রেল লাইনের পাশে যেসব এলাকায় বস্তি রয়েছে, সেখানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, ১৯৯০ সালের রেল আইন অনুযায়ী, ১২ বছরের কম বয়সী বাচ্চারা যদি ট্রেনে পাথর নিক্ষেপ করে, সে ঘটনায় বাচ্চাদের মা-বাবারা দায়ী থাকবেন। এর দায় তাদেরকেই নিতে হবে।

তিনি জানান, পাথর নিক্ষেপের জন্য ৫০ টাকা জরিমানার বিধান রয়েছে। এর পরিমাণ বাড়ানো যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com