লোকালয় ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শাটল ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ঘটনাস্থলে, অন্যজন হাসপাতালে মারা যান।
১৫ এপ্রিল, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পোড়াদহ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বড় আইলছড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে আয়াতুল্লাহ এবং একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে মুবিন। এদের মধ্যে নবম শ্রেণিতে পড়ত।
পোড়াদহ স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম জানান, দুপুরে ৫০৬ শাটল ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় ইঞ্জিনের নিচে পড়ে আয়াতুল্লাহ নিহত হন। এতে আহত হন মুবিন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply