টেস্ট অলরাউন্ডারের শীর্ষ আসনটাও হারালেন সাকিব

টেস্ট অলরাউন্ডারের শীর্ষ আসনটাও হারালেন সাকিব

টেস্ট অলরাউন্ডারের শীর্ষ আসনটাও হারালেন সাকিব
টেস্ট অলরাউন্ডারের শীর্ষ আসনটাও হারালেন সাকিব

খেলাধুলা ডেস্কঃ তিন ফরম্যাটের মাঝে এতদিন টেস্ট অলরাউন্ডারের শীর্ষ আসনটা দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। এবার বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের সেই আসনটাও কেড়ে নিলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে এই নজির গড়লেন হোল্ডার। বল হাতেও নেন ২ উইকেট। বারবাডোসে অলরাউন্ড নৈপুণ্যে দুই ধাপ এগিয়ে এক নম্বর আসনটা দখল করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে ৩৮১ রানের বিশাল জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বলতে গেলে পুরো সপ্তাহেই আলোচনায় ছিলেন ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার। আইসিসির বছর সেরা টেস্ট টিমেও জায়গা করে নিয়েছেন সারা বছর অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে। এতদিন বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত পাওয়া হোল্ডার এবার ব্যাট হাতে জানান দিলেন তার মুন্সিয়ানা। ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিলেন ২০২ রানে। তার নেতৃত্বেই ইংল্যান্ড দুই ইনিংসে গুটিয়ে গেছে ৭৭ ও ২৪৬ রানে।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৪১৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। আর ৪৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে হোল্ডার। বাকি দুই ফরম্যাটেও দ্বিতীয় স্থানে আছেন সাকিব।

টেস্টের অলরাউন্ডার র‍্যাংকিং

১. জেসন হোল্ডার (রেটিং ৪৪০)

২. সাকিব আল হাসান (রেটিং ৪১৫)

৩. রবীন্দ্র জাদেজা (রেটিং ৩৮৭)

৪. বেন স্টোকস (রেটিং-৩৪৪)

৫. ভারনন ফিল্যান্ডার (রেটিং ৩৪১)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com