লোকালয় ২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর নেবেন না হাফিজ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ লম্বা। ২০০৩ সাল থেকে খেলে যাচ্ছেন তিনি। অনেকেই ভেবেছিলেন ২০১৯ বিশ্বকাপ খেলেই অবসরের ঘোষণা দেবেন এই ক্রিকেটার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা পর্যন্ত অবসর নেবেন না বলে জানিয়েছেন হাফিজ।

সম্প্রতি এক ভিডিও কনফারেন্সে নিজের অবসর প্রসঙ্গে কথা বলেন মোহাম্মদ হাফিজ। সেখানে তিনি বলেন, আমি ভেবেছিলাম বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহন করব। টেস্টের মতো এই ফরম্যাটেও আমি নিজের পরিকল্পনা অনুযায়ী অবসর নিতে চেয়েছি। নিজের লক্ষ্য স্থির রেখে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার সামর্থ্য বিবেচনায় রেখেছি।

এ অফস্পিনিং অলরাউন্ডার আরো বলেন, আমি একটা বড় টুর্নামেন্টে ভালো পারফর্ম করে এরপর অবসর নিতে চাই। সেক্ষেত্রে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আশা করি আমি জিতে বিদায় নিতে পারব। এখন যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে আমার অবসর নেয়ার সময়টাও পিছিয়ে যাবে। কারণ আমি সেখানে খেলতে চাই।

এখন পর্যন্ত অনুষ্ঠিত ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে পাঁচটিতেই খেলেছেন হাফিজ। শুধু পাকিস্তানের শিরোপাজয়ী ২০০৯ সালের আসরে খেলেননি তিনি।