টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটসম্যান

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটসম্যান

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটসম্যান
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটসম্যান

খেলাধুলা ডেস্কঃ বিরাট কোহলি এই সময়ের সেরা ব্যাটসম্যান, এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু সবচেয়ে বিস্ফোরক কি? বিতর্ক হতেই পারে। কাল যেমন রোহিত শর্মা সব ধরনের টি-টোয়েন্টিতে ৩০০ ছক্কা পূর্ণ করলেন। প্রথম ভারতীয় হিসেবে। ৩০০ ছক্কা পূরণের লিস্টিতে এরপর ভারতীয়দের মধ্যে আছেন সুরেশ রায়না। আছেন এম এস ধোনি, যুবরাজ সিং…কোহলির নাম কোথায়? টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকারুদের তালিকায় কোহলি আছেন—শুনলে বিশ্বাস নাও করতে পারেন—২৫ নম্বরে!

মরনে মরকেল পর্যন্ত কোহলির চেয়ে বেশি ছক্কা মেরেছেন, ভাবা যায়! টি-টোয়েন্টিতে কোহলির ছক্কা ২৩২টি, মরকেলের ২৩৬। সবচেয়ে বেশি ছক্কার মালিকদের সেরা দশের নামগুলোয় অবশ্য বিস্ময় নেই। এক নম্বর নামটি যেমন অবধারিতভাবে ক্রিস গেইল। ৮৪৪টি ছক্কা মেরেছেন তিনি। এর সঙ্গে আছে ৮৫৫টি চার। চার-ছক্কা থেকেই তুলেছেন ৮ হাজার ৪৮৪ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১ হাজার ৩৭০ রানের ৭৫ শতাংশ রান কেবল চার-ছক্কা থেকে নিয়েছেন গেইল!

ছক্কা অবশ্য কোহলির শক্তির জায়গা কখনোই নয়। ছক্কা হাঁকানোয় বীরপনার দেখদারি আছে। কিন্তু তাতে ঝুঁকিও বেশি। কোহলি তাই চার মারাতেই বেশি উৎসাহী। তাঁর ক্যারিয়ারের দিকে তাকালে সেটাই বোঝা যায়। টেস্টে যেমন ১১২ ইনিংসে মাত্র ১৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতেও ২০০ ইনিংসে তাঁর ছক্কা ১০৪টি। যেখানে চার হাঁকিয়েছেন ৮৯৩টি। টেস্টেও কোহলির নামের পাশে ৬১৮টি চার। ৫৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর চার ও ছক্কা যথাক্রমে ২১০ ও ৪১টি।

আসুন দেখে নিই টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটসম্যান কে:

ব্যাটসম্যান ম্যাচ
ক্রিস গেইল ৩২৮ ৮৫৫ ৮৪৪
কাইরন পোলার্ড ৪২০ ৫২৩ ৫২৫
ব্রেন্ডন ম্যাককালাম ৩৩৪ ৮৬১ ৪৪৫
ডোয়াইন স্মিথ ৩১৮ ৭২৬ ৩৬৭
শেন ওয়াটসন ২৬৭ ৫৮৪ ৩৫৭
ডেভিড ওয়ার্নার ২৪৩ ৭৬৫ ৩১৯
রোহিত শর্মা ২৭৯ ৬২৯ ৩০১
এবি ডি ভিলিয়ার্স ২৪৫ ৫২৬ ২৯২
সুরেশ রায়না ২৮৪ ৬৮০ ২৯০
রস টেলর ২৪৫ ৩৭৮ ২৬৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com