লোকালয় ডেস্কঃ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ জুলাই) রাত থেকে সোমবার (৯ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৬ জন, শৈলকুপা থেকে ৫ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৭ জন, কোটচাঁদপুর থেকে ৭ জন ও মহেশপুর থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয় ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।