লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জেএসসি পরীক্ষায় ফেল করায় ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন আশিক শাহরিয়ার খান নামের এক শিক্ষার্থী।
সোমবার (২৪ ডিসেম্বর) উপজেলার দীঘির হাট এলাকার রেলক্রসিং এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আশিক উপজেলার দক্ষিণ সিন্দুর্ণা গ্রামের পাঠানবাড়ি এলাকার লেবু খানের ছেলে। আশিক হাতীবান্ধা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের নিয়মিত শিক্ষার্থী হিসেবে গত বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করে আশিক। সে কারণে অনিয়মিত ছাত্র হিসেবে এ বছরও জেএসসি পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু সোমবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পুনরায় ফেল করায় মানসিকভাবে ভেঙে পড়ে আশিক।
হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নুরন্নবী সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই শিক্ষার্থী চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।’
Leave a Reply