গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন হতে জুয়া খেলার সময় ১০ জুয়ারুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) ভোররাতে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের একটি বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – মৃত আয়নাল শেখর ছেলে রাখু শেখ (৪০), মৃত দুলা মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩২), প্রফুল্ল চন্দ্রের ছেলে রতন চন্দ্র (৩৪), দেলোয়ার হোসেনের ছেলে মোজাম্মেল হক (৩৫), মৃত মোহাম্মদ আলীর ছেলে শামীম মিয়া (৩৫), মৃত নেছার আলীর ছেলে সাঈদ আলী (৬৫), মৃত ছামছুল মিয়ার ছেলে বাদল মিয়া (২৮), মৃত সুরুজ্জামান মিয়ার ছেলে রওশন মিয়া (৩৩), মৃত বাচ্চা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও মৃত শরস উদ্দিনের ছেলে শাকিল মিয়া (৪২)।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোঃ শাহ্রিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের একটি বাড়ীতে অভিযানে চালিয়ে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।