বিনোদন ডেস্ক: বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এটি পুরানো খবর। নতুন খবর হলো, ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ জুন। এতে প্রধান চরিত্রে পাওয়া যাবে রণবীর কাপুরকে।
বহুল প্রতীক্ষিত ছবিটি পরিচালনা করছেন ‘পিকে’খ্যাত পরিচালক রাজকুমার হিরানি। এর আগে নাম ঠিক না হওয়া ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো ৩০ মার্চ। কিন্তু হঠাৎ করেই তিন মাস পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। জানা গেছে, ছবিটির কাজ এখনও অনেক বাকি। যার কারণে মার্চে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব না।
এদিকে এই ছবিটি পিছিয়ে যাওয়ায় টাইগার শ্রফের ‘বাঘি টু’র মুক্তির তারিখও পাল্টে গেছে। ছবিটি ২৭ এপ্রিল থেকে এগিয়ে ৩০ মার্চ মুক্তি দেওয়া হচ্ছে। আর দুইটি ছবির জন্যই দর্শকের আগ্রহ চরমে।