লোকালয় ২৪

জাল ভোট দেয়ার সময় ৪ নারী আটক

জাল ভোট দেয়ার সময় ৪ নারী আটক

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার সময় ৪ নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে পুটিবিলা ইউনিয়নের গৌরস্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক ৪ নারী হলেন খুরশিদা বেগম, খুরশিদা আক্তার, রেখা আক্তার এবং আনোয়ারা বেগম।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, জাল ভোট দেয়ার সময় হাতেনাতে ওই ৪ নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জাল ভোট দেয়ার কথা স্বীকারও করেছেন তারা।

তিনি বলেন, আটক ৪ নারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। আগামীতে এ ধরনের কাজে অংশ নেবেন না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারী ভোট গ্রহণ সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান মো. রুহুল আমিন।