লোকালয় ২৪

জামিন পেলেন অভিনেত্রী নওশাবা

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার জামিন পেয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিন আবেদনের শুনানি শেষে পাঁচ হাজার টাকা বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেন।

আদালত পুলিশের উপপরির্দশক মকবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে নওশাবাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার পর সোমবার আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

১৩ আগস্ট নওশাবা আদালত কক্ষে অসুস্থ হয়ে পড়লে বিচারকের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

চার দিনের রিমান্ড শেষে ১১ আগস্ট নওশাবাকে আদালতে হাজির করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। তার আবেদনের পরিপ্রক্ষিতে আদালত নওশাবাকে আরো দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে গত ৪ আগস্ট র‌্যাব সদস্যরা নওশাবাকে আটক করে।

ফেসবুক লাইভে নওশাবা দাবি করেন, জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। তিনি সবাইকে এক হয়ে রাস্তায় নেমে শিক্ষার্থীদের ‘রক্ষা’ করার আহ্বান জানান। ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালায় বলে দাবি করেন এ অভিনেত্রী।