লোকালয় ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। স্বাধীনতার ২২ বছর পর আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি। জাতীয় পার্টি শান্তির রাজনীতি করে। আমাদের হাতে রক্তের দাগ নেই। ৯০-এ আমার ক্ষমতা স্বেচ্ছায় ছেড়েছি, কারণ, দেশে যেন কোন রক্তপাত না ঘটে। আমরা যখন ক্ষমতায় ছিলাম দেশে মানুষ তখন শান্তিতে ছিল।
এ সময় তিনি শহীদ নূর হোসেনের কথা উল্লেখ করে বলেন, নূর হোসেনকে আমরা হত্যা করিনি। তাকে মিছিলের পেছন থেকে গুলি করা হয়েছিল। আমরা যদি হত্যা করতাম, তাহলে এত বছরেও কেন বিচার হলো না? আমরা ক্ষমতায় গেলে নূর হোসেন হত্যা বিচার করব। মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়া জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুত্রঃ দৈনিক জনকন্ঠ
Leave a Reply