সংবাদ শিরোনাম :
জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমীনকে ফের দুদকে তলব

জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমীনকে ফের দুদকে তলব

জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমীনকে ফের দুদকে তলব
জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমীনকে ফের দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক : সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে জাতীয় পার্টির প্রাক্তন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারকে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে এবারে তাকে আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে ৯টায় হাজির হতে বলা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর দুদকে হাজির হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ব্যস্ততা ও স্বাস্থ্য ঝুঁকির কারণ দেখিয়ে ব্যক্তিগত হাজিরা এবং অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছিলেন।

দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো ওই চিঠিতে রুহুল আমীন বলেছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি কার্যক্রম হিসেবে কর্মী সংগ্রহ, প্রার্থী বাছাইসহ বিভিন্ন দলীয় কাজে অত্যন্ত ব্যস্ত সময় থাকতে হচ্ছে। এছাড়া বর্তমান সংসদের অধিবেশন চলছে বিধায় প্রতিদিন আমাকে অধিবেশনে অংশগ্রহণ করতে হচ্ছে। এছাড়া আমি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, প্রোস্টেট এনলার্জসহ বিভিন্ন রোগে আক্রান্ত। বর্তমানে সিঙ্গাপুর এনইউএইচসহ তিনটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন। চিকিৎসকরা আমাকে ঝুঁকিপূর্ণ ও উত্তেজক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। ওই অবস্থায় আমার স্বাস্থ্য ঝুঁকি ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমাকে উপস্থিতি ও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি আমলা ও আদালতে উৎকোচ প্রদান এবং সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকে আসা জাতীয় পার্টির মহাসচিবের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি ঢাকা শহরের কয়েকটি বাড়ি ও গাড়ির মালিক। তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের একাধিক প্লটের মালিক হন। তার নামে বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে অর্জিত কোটি কোটি জমা আছে। এছাড়া তিনি অবৈধ টাকার জোরে বিভিন্ন বিচারিক আদালতে কোটি কোটি খরচ করে তার বিরুদ্ধে বিচারাধীন বহু মামলার কার্যক্রম বন্ধ রেখেছেন।

অভিযোগে আরো বলা হয়, তার দল জাতীয় পার্টি সরকারের সাথে জোটবদ্ধ থাকায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রভাব খাটিয়ে বিভিন্ন অবৈধ সুবিধা গ্রহণ করেছেন। তাছাড়া পার্টির নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করে টাকার কুমিরে পরিণত হয়েছেন। তিনি অবৈধভাবে কয়েক কোটি টাকায় কোয়াকাটায় বিশাল অট্টালিকা তৈরি করেছেন বলে দুদকে আসা অভিযোগে উল্লেখ করা হয়।

দুদক উপপরিচালক সৈয়দ আহমেদের নেতৃত্বে একটি টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com