২০১২ সাল থেকে ৩ এপ্রিল দিনটিকে বাংলাদেশ সরকার জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে পালন করে আসছে। আজ সেই বিশেষ দিন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলা চলচ্চিত্রে বেশ বৈচিত্র্যময় কিছু সৃষ্টি যুক্ত হয়েছে। এর মধ্যে কিছু ছবি জয় করেছে দর্শকমন, কিছু ছবি আবার বিশ্বদরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ চলচ্চিত্র দিবস উপলক্ষে চলচ্চিত্র গবেষক অনুপম হায়াতের কাছে স্বাধীনতার পর মুক্তি পাওয়া তেমনই কিছু কালজয়ী ছবির নাম জানতে চাওয়া হয়। তিনি চকিত মনে বলেন বেশ কয়েকটি নাম। তাঁর দেওয়া তালিকা থেকে নির্বাচিত ১২টি ছবির পরিচয় তুলে ধরা হলো আজ।
তিতাস একটি নদীর নাম
পরিচালক: ঋত্বিক কুমার ঘটক
অভিনয়: কবরী, গোলাম মুস্তাফা, প্রবীর মিত্র, রোজী সামাদ, রওশন জামিল
মেঘের অনেক রং
পরিচালক: হারুনুর রশীদ
অভিনয়: মাথিন, ওমর এলাহী,
রওশন আরা
সীমানা পেরিয়ে
পরিচালক: আলমগীর কবির
অভিনয়: জয়শ্রী কবির ও বুলবুল আহমেদ
বসুন্ধরা
পরিচালক: সুভাষ দত্ত
অভিনয়: ইলিয়াস কাঞ্চন ও ববিতা
সারেং বউ
পরিচালক: আবদুল্লাহ আল-মামুন
অভিনয়: ফারুক ও কবরী
গোলাপী এখন ট্রেনে
পরিচালক: আমজাদ হোসেন
অভিনয়: ববিতা ও ফারুক
অনন্ত প্রেম
পরিচালক: রাজ্জাক
অভিনয়: রাজ্জাক ও ববিতা
সূর্য দীঘল বাড়ি
পরিচালক: শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দীন শাকের
অভিনয়: ডলি আনোয়ার, রওশন জামিল, এ টি এম শামসুজ্জামান
বেদের মেয়ে জোস্না
পরিচালক: তোজাম্মেল হক বকুল
অভিনয়: ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ
আগুনের পরশমণি
পরিচালক: হুমায়ূন আহমেদ
অভিনয়: আসাদুজ্জামান নূর ও
বিপাশা হায়াত
মাটির ময়না
পরিচালক: তারেক মাসুদ
অভিনয়: নুরুল ইসলাম, রাসেল ফরাজি, রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, লামিসা রিমঝিম
মনপুরা
পরিচালক: গিয়াস উদ্দীন সেলিম
অভিনয়: চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি