লোকালয় ২৪

জাতিসংঘে রাশিয়ার শাস্তি চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার শাস্তির মুখোমুখি হওয়া উচিত। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।

পূর্বে ধারণকৃত একটি ভিডিও ভাষণ সাধারণ পরিষদে প্রচার করা হয়। সেই ভাষণে জেলেনস্কি বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে রাশিয়ার সংগঠিত যুদ্ধাপরাধের বিচারের দাবি জানান।
এসময় জেলেনস্কি একটি শান্তি ফর্মুলাও বাতলে দিয়েছেন। যাতে আরও সামরিক সহায়তা চেয়েছেন তিনি এবং বিশ্বমঞ্চে রাশিয়াকে শাস্তি দেওয়ার আহ্বানও জানিয়েছেন।