লোকালয় ২৪

জম্মুর বাস স্টেশনে গ্রেনেড বিস্ফোরণ, আহত ২৬

জম্মুর বাস স্টেশনে গ্রেনেড বিস্ফোরণ, আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু শহরের প্রাণকেন্দ্রে একটি বাস স্টেশনে গ্রেনেড বিস্ফোরণে অন্তত ২৬ জন আহত হয়েছেন। পুলিশের  বরাত দিয়ে বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্টেশনে দাঁড়ানো একটি বাসের নিচে গ্রেনেডটি গড়িয়ে দেওয়া হয়েছিল। আহতদের সবাই বাসের চালক ও কন্ডাক্টর। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাসটির ভিতরে লোকজন ছিল কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মনিশ কুমার সিনহা নামে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, বেলা সাড়ে ১১টার দিকে থামানো একটি বাসের নিচে গ্রেনেডটি গড়িয়ে দেওয়া হয়েছিল।

ঘটনাস্থলের পাওয়া ছবিতে দেখা গেছে, নিরাপত্তা কর্মকর্তারা ওই জায়গাটি ঘিরে রেখেছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি মনে করেছিলাম গাড়ির চাকা ফেটে গেছে। এটা বড় ধরনের বিস্ফোরণ ছিল। স্থানীয়রা একটি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে গেছে।’

গত বছরের মে মাস থেকে এ পর্যন্ত তৃতীয়বারের মতো  জম্মুর বাস স্টেশনে গ্রেনেড হামলার ঘটনা ঘটলো।

এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘যেসব সূত্র পাওয়া গেছে তার সবগুলো নিয়েই কাজ করছে পুলিশ। আমরা প্রমাণ সংগ্রহ করছি এবং জড়িতদের খুঁজে বের করব।’