সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
জনগণ চাইলে নেতৃত্বহীন তামিলনাড়ুর নেতা হবেন রজনীকান্ত

জনগণ চাইলে নেতৃত্বহীন তামিলনাড়ুর নেতা হবেন রজনীকান্ত

জনগণ চাইলে নেতৃত্বহীন তামিলনাড়ুর নেতা হবেন রজনীকান্ত
জনগণ চাইলে নেতৃত্বহীন তামিলনাড়ুর নেতা হবেন রজনীকান্ত

বিনোদন ডেস্কঃ নেতৃত্বহীন ভারতের তামিলনাড়ুর একজন নেতা চাই। জনগণ চাইলে তিনি সেই নেতার জায়গা নিতে পারেন। জয়ললিতার মৃত্যু ও করুণানিধির শারীরিক অসুস্থতা গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক শূ্ণ্যতার জন্ম দিয়েছে। তিনি সেই শূণ্যতা পূরণে সক্ষম। রাজনীতির রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এভাবেই প্রথম বক্তব্য রাখলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। একই সঙ্গে তার রাজনৈতিক যাত্রাপথে খুঁজে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এম জি রামাচন্দ্রণের ছত্রছায়া।

সুপারস্টারের রাজনৈতিক গুরু তথা তামিল সিনেমার পথিকৃৎ এমজিআর মুখ্যমন্ত্রী হিসেবেও সুশাসক ছিলেন। তার মুখ্যমন্ত্রীত্বে তামিলবাসীর উন্নয়নের কথা নিজের মুখেই শোনালেন রজনীকান্ত। একই সঙ্গে এমজিআর না হতে পারলেও জনতা জনার্দন যদি তাকে সুযোগ দেয়, তাহলে তিনি এমজিআরের মতো হওয়ার চেষ্টা করবেন। এমনটাই জানালেন। বললেন, জয়ললিতা ও করুণানিধির অবর্তমানে তৈরি হওয়া রাজনৈতিক শূণ্যতা তিনিই পূরণ করতে পারেন। কেন না ঈশ্বর তার সঙ্গে আছে।

চেন্নাইতে এম জি রামাচন্দ্রণের আবক্ষ মূর্তি উন্মোচন করেন রজনীকান্ত। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত ডক্টর এমজিআর এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধনও করেন। প্রথম রাজনৈতিক সমাবেশে তামিলনাড়ুর বর্তমান রাজনীতিকদের কটাক্ষ করতে ছাড়েননি এই বর্ষিয়ান অভিনেতা।

এই প্রসঙ্গে তিনি বলেন, তামিলনাড়ুর বর্তমান সরকার ও রাজনৈতিক নেতারা নিজেদের দায়িত্ব পালন করছে না। উলটে বলছে, ‘অভিনেতা কেন মেকআপ ছেড়ে রাজনৈতিক রণাঙ্গনে পা রাখছেন? আমার ৬৭ বছর বয়স হল। এই বয়সে দাঁড়িয়েই রাজনীতিকদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের নির্দিষ্ট দায়িত্ব পালনের চেষ্টাই করোনি। তাই আমি রাজনীতিতে প্রবেশ করছি। আমি জানি এখনকার রাজনৈতিক নেতারা আমায় স্বাগত জানাবে না। আমি আশাও করি না। কিন্তু কেন তারা আমাকে বা আমার মতো নিরুৎসাহিত করবে ? প্রশ্ন তুলেছেন রজনীকান্ত।’

তিনি আরও বলেন, রাজনৈতিক জীবন যে সহজ নয়। তা আমি ভালমতোই জানি। সংগ্রাম আর বাধা বিপত্তিকে সঙ্গে করেই চলতে হবে। সাপের ছোবল, কাঁটার খোঁচা সবই রাজনীতিতে মজুত রয়েছে। তারপরেও রাজনীতিতে আসতে চাইছি। এমজিআরের মতো আমিও সুশাসন দিতে পারি। আমি বিশ্বাস করি যে আমার এই ক্ষমতা রয়েছে।

সুপারস্টারের রাজনৈতিক হাতেখড়ি এম করুণানিধি ও জিকে মুপানারের কাছে। দুজনের সঙ্গে তার দারুণ সখ্যতা। রাজনীতির গলিঘুঁজির হালহকিকত তাদের হাত ধরেই জেনেছেন তামিল সুপারস্টার। তিনি চান রাজনৈতিক সুস্থতা থাকুক তামিলনাড়ুতে। তামিলবাসীও নিশ্চিন্তে দিনযাপন করুক।

সেজন্য নিজের কাটআউটের ব্যানার প্রদর্শনেও রাশ টানতে চান রজনীকান্ত। ব্যানার প্রসঙ্গে অনুরাগীদেরও আদালতের নির্দেশিকার প্রতি মান্যতা রাখার কথা বলেন। একই সঙ্গে সতীর্থ অভিনেতা কমল হাসানের রাজনীতিতে প্রবেশ নিয়েও মুখ খুলেছেন তিনি। তবে দুই সহকর্মীর রাজনৈতিক মেলবন্ধন নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেছেন, সময় বলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com