বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অধ্যাপক জাফর ইকবালের ওপর এই সন্ত্রাসী হামলা প্রমাণ করে জঙ্গিরা আজও চক্রান্তে লিপ্ত। তাদের ছাড় দেওয়া ঠিক হবে না। তাদের পৃষ্ঠপোষক ও মদদ দাতাদেরও ছাড় দেওয়া ঠিক নয়।
আজ রবিবার দুপুরে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
ইনু বলেন, জাফর ইকবালের ওপর হামলাকারী ধরা পড়েছে। তাকে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করছে। ড. জাফর ইকবাল ভাল আছেন, সজ্ঞানে আছেন। তিনি শঙ্কামুক্ত। সবকিছুই আয়ত্বের মধ্যেই আছে।
তথ্যমন্ত্রী বলেন, অতর্কিত হামলা বিশ্বের কোথায় সহজে প্রতিহত করতে পারে না। তবে যারা অনলাইনে এখনো হুমকি দিয়ে যাচ্ছে সেগুলোকে আইডেনটিটি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তাই তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে সরকার সমর্থকদের সমর্থন করা উচিত বলেও মনে করেন তথ্যমন্ত্রী।
Leave a Reply