ছয় শতাধিক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিবে জবি শিক্ষক সমিতি

ছয় শতাধিক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিবে জবি শিক্ষক সমিতি

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  করোনা পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ শতাধিক অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিবে শিক্ষক সমিতি।

এরইমধ্যে শিক্ষার্থীদের তালিকা প্রণয়নে প্রতিটি বিভাগের চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রতি বিভাগ থেকে ২০ জন শিক্ষার্থীর তালিকা চেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ড. নুরে আলম আব্দুল্লাহ।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক অস্বচ্ছল পরিবারের সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। যারা মূলত টিউশনি করে নিজেদের খরচ নির্বাহ করে। বর্তমান পরিস্থিতিতে তাদের টিউশনি বন্ধ রয়েছে এবং অনেকের মা-বাবার কোন কাজ না থাকায় তাদের জীবন নির্বাহ করা কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়লে তা মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন দেখা দিতে পারে।

এর প্রেক্ষিতে জবি শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার জন্য আহ্বান করেছে। শিক্ষক সমিতির এই ডাকে সাড়ে দেয় শিক্ষকরা। এরইমধ্যে শিক্ষক সমিতির তহবিলে ৯ লাখ ৬৪ হাজার টাকা জমা হয়েছে।

ড. আব্দুল্লাহ আরো বলেন, আমাদের শিক্ষকরা সংখ্যায় কম। আর যারা আছেন সবাই নিজ নিজ বিভাগ ও এলাকায় সাহায্য-সহযোগিতা করছেন। তা না হলে আমাদের আরো বড় ফান্ড করা যেত। তবে যে ফান্ড সংগ্রহ হয়েছে এর মধ্য থেকে শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য খরচ করা হবে। তবে এক্ষেত্রে ঢাকায় যেসব শিক্ষার্থী আটকা পড়েছেন তাদের প্রাধান্য দেয়া হবে। প্রতি বিভাগের চেয়ারম্যানদের কাছে শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলেই আমরা কাজ শুরু করবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com