লোকালয় ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের শুরুতে দলই পাচ্ছিলেন না ক্রিস গেইল। শেষ পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব তাকে নামমাত্র মূল্যে দলে ভেড়ালেও ‘বুড়িয়ে গেছেন’ বলে চারদিকে রব ওঠে। তবে মাঠে নামতেই যেন সেই চিরচেনা ছন্দে ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব।
পাঞ্জাবের পরের ম্যাচ ৪ মে। তার আগে পাঁচ দিনের ছুটি পেয়েছেন পাঞ্জাবের এই ক্যারিবিয়ান তারকা। এই ছুটিতেই গেইল থাকবেন ভারতের পর্যটন এলাকা গোয়ায়। সেখানে তার সঙ্গী হবেন বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বাও। একটি প্রোমোশনাল ইভেন্টের অংশ হিসেবেই সেখানেই যাবেন তারা।
মিনিশার সঙ্গে সেখানে একটি পোকার টুর্নামেন্টেও অংশ নেবেন গেইল। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএইন্ডিয়া।
বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বা সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে এ নিয়ে একটি পোস্টও দিয়েছেন। যেখানে তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘পোকার লাইফ’, ‘’থাগ লাইফ’, ‘চ্যাম্পিয়ন’ শব্দগুলো। বোঝাই যাচ্ছে, গেইলের সঙ্গে পোকার খেলতে কতটা উদ্গ্রীব হয়ে রয়েছেন এই অভিনেত্রী।
Leave a Reply