লোকালয় ২৪

ছাত্রলীগ থেকে শোভন-রাব্বানীর বিদায়

ছাত্রলীগ থেকে শোভন-রাব্বানীর বিদায়

নানান কেলেংকারি, চাঁদাবাজি, অনিয়মের অভিযোগে তুমুল বিতর্কের মুখে ছাত্রলীগের সভাপতি পদ থেকে শোভন ও সাধারণ সম্পাদক থেকে রাব্বানীকে অব্যাহতি দেয়া হয়েছে। এমন অপমানের বিদায় অতীতে কারো ঘটনি। তবে স্বাধীনতার পর মহসিন হলের সেভেন মার্ডারের অভিযোগে সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আরম প্রধান বহিষ্কৃত হন ও কারাদণ্ড ভোগ করেন।

এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়, আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর এমন তথ্য জানা যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রলীগ সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে বাদ দিয়ে তাদের জায়গায় সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।