ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যার আসামী জুবায়ের আত্মগোপনে হবিগঞ্জে

ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যার আসামী জুবায়ের আত্মগোপনে হবিগঞ্জে

ঘাতক যুবায়ের

ঘাতক যুবায়ের

ঘাতক যুবায়ের

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ছাত্রলীগ কর্মী মিয়াদ হত্যা মামলাসহ একাধীক মামলার আসামী প্রকাশ্যে হবিগঞ্জে ঘুরেবেড়াচ্ছে। এঘটনায় শহরজুড়ে জনমনে আতংক বিরাজ করছে। প্রশ্ন উঠেছে আইন প্রয়োগকারী সংস্থার ভুমিকা নিয়ে । গত ২০১৭ খ্রিঃ সালের নভেম্বর মাসে আধিপত্যের জেরে সিলেট নগরীর টিলাগড় এলাকার আকুল মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদকে হত্যা করে। এ ঘটনায় মিয়াদের পিতা আকুল মিয়া বাদী হয়ে সিলেট শাহপরাণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হল-সিলেট সদর উপজেলার বালুচর আরামবাগ এলাকার আকরাম খানের ছেলে জুবায়ের খান, সুনামগঞ্জ জেলার কুলঞ্জধীরপুর গ্রামের নুর মিয়া চৌধুরীর ছেলে রায়হান চৌধুরী। জকিগঞ্জ উপজেলার সেনাপতি গ্রামের ময়না মিয়ার ছেলে তোফায়েল আহমদ, বিয়ানীবাজার চারখাই গ্রামের মৃত মইনুল হক চৌধুরীর ছেলে সারোয়ার হোসেন চৌধুরী, উপশহর ডি-ব্লকের হাবিবুর রহমানের ছেলে জাকারিয়া মাহমুদ, ফেঞ্চুগঞ্জের শরীফগঞ্জ গ্রামের সাজ্জাদ মিয়ার ছেলে ফাহিম শাহ, জকিগঞ্জ সেনাপতির চক গ্রামের ময়না মিয়ার ছেলে ফখরুল আহমেদ, টিলাগড়ের কালাশিল গ্রামের মৃত ওসমান গনির ছেলে শওকত হাসান মানিক, শাপলাবাগের রফিউল করিমসহ ১০ জনকে আসামী করেন। মামলা দায়েরের পর থেকেই আসামীরা গা ঢাকা দেয়। হত্যাকান্ডের পর থেকেই ঘাতক জুবায়ের খান হবিগঞ্জ শহরের ২ নং পুল তেঘরিয়া আবাসিক এলাকায় তার সামছুল হকের বাসায় অবস্থান করছে। এখানে থেকে ছদ্ধবেশ ধারন করে প্রকাশ্যে ঘুরেবেড়াচ্ছে। এতে জনমনে আতংক বিরাজ করছে। প্রশ্ন উঠেছে? হত্যাসহ একাধীক মামলার আসামী প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে তবুও পুলিশ গ্রেফতার না করে নিরব ভুমিকা নিচ্ছে। এদিকে হবিগঞ্জে আসামী জুবায়ের অন্যের স্ত্রীর সাথে পরকিয়া সর্ম্পক গড়ে তুলে গোপনে বিয়ে করে। পরে ওই স্ত্রীর পুর্বের স্বামী এঘটনায় হবিগঞ্জ আদালতে জুবায়ের ও তার পরকিয়া স্ত্রীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সে শহরে নারী সংগঠিত ঘটনাসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে নির্ভিগ্নে। এতে প্রশাসনের দৃষ্টিতে নেই। এসব ঘটনায় তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে খবর উঠে আসলেও প্রশাসন কোন হস্তক্ষেপ না করায় দেখা দিয়েছে নিহত মিয়াদের পরিবারে ক্ষোভ । একটি সুত্রে জানায়, সিলেটের ছাত্রলীগ কর্মী তানিম হত্যার সাথে জড়িত রয়েছে যুবায়ের। এ ব্যাপারে শাহপরান থানার ওসির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন। ১৯ মার্চ রাতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদ্বীপ সরকার জানান, ছাত্রলীগ কর্মী মিয়াদ হত্যার ঘটনায় জুবায়ের খানসহ ১০জনকে এজাহার নামীয় আসামী করা হয়েছে। হত্যার পরপরই ঘাতক দুইজনকে আটক করা হয়। এদের মাঝে জুবায়েরসহ বাকি আসামীরা পলাতক রয়েছে। তবে অপরাধী যেইহোক শিগ্রই তাদের আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com