লোকালয় ২৪

চেকপোস্টে তরুণীকে হেনস্তার অভিযোগে চার পুলিশ সদস্য বরখাস্ত

চেকপোস্টে তরুণীকে হেনস্তার অভিযোগে চার পুলিশ সদস্য বরখাস্ত

লোকালয় বার্তাঃ রাজধানীতে মধ্যরাতে সিএনজিতে থাকা এক তরুণীকে তল্লাশির নামে হেনস্তা করার অভিযোগে সংশ্লিষ্ট এক এএসআই ও তিন কনস্টেবলকে  সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) নাদিয়া জুঁইকে। তার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাদিয়া জুঁই বলেন, ‘আমাদের তদন্ত চলছে।’

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মোট চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের একজন রামপুরা থানার এএসআই ও বাকি তিনজন পিএমও (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পূর্ব বিভাগের।