চূড়ান্ত পতন ঘটল আইএসের

চূড়ান্ত পতন ঘটল আইএসের

চূড়ান্ত পতন ঘটল আইএসের
চূড়ান্ত পতন ঘটল আইএসের

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত সিরিয়ায় সর্বশেষ ঘাঁটিতে পরাজিত হলো সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সেই সুবাদে তাদের ঘোষিত ‘খিলাফতের’ পতন ঘটলো। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) শনিবার এ তথ্য জানিয়েছে।

এসডিএফের এক মুখপাত্র জানিয়েছেন, আইএসের ‘শতভাগ আঞ্চলিক পরাজয় ঘটেছে।’

তিন বছর আগেও সিরিয়া ও ইরাকে ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকার দখল ছিল আইএসের। গত বছর ইরাক থেকে বিতাড়িত হয় আইএস। এবার সিরিয়াতেও তাদের পতন ঘটলো। তবে এরপরেও এই গোষ্ঠীটি আঞ্চলিক ও বিশ্বব্যাপী হামলা চালাতে সক্ষম বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ জোট চলতি মাসের প্রথম দিকে আইএসের ওপর চূড়ান্ত আঘাত হানতে শুরু করে। আইএসের সর্বশেষ ঘাঁটিটি ছিলো সিরিয়ার পূর্বাঞ্চলীয় গ্রাম বাঘুজ। বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক বাঘুজের বিভিন্ন ভবন, তাবু ও টানেলে আটকা পড়ে আছে জানার পর হামলার গতি কমিয়ে আনা হয়।

এসডিএফের গণমাধ্যম অফিসের প্রধান মুস্তফা বালি টুইটবার্তায় বলেছেন, ‘তথাকথিত খিলাফতের শতভাগ পতন ঘোষণা করছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং আইএসের শতভাগ আঞ্চলিক পরাজয়ও ঘোষণা করা হচ্ছে।’

তিনি বলেছেন, ‘এই বিশেষ দিনে যেসব শহীদদের প্রচেষ্টায় এই বিজয় সম্ভব হয়েছে আমরা তাদেরকে স্মরণ করছি।’

বিজয় উদযাপনের জন্য এসডিএফের যোদ্ধারা বাঘুজে তাদের নিজস্ব হলুদ রঙের পতাকা উত্তোলন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com