সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় বাল্যবিবাহের আয়োজন করায় বরসহ ৫ জনের কারাদন্ড

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহের আয়োজন করায় বরসহ ৫ জনের কারাদন্ড

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহের আয়োজন করায় বরসহ ৫ জনের কারাদন্ড
চুয়াডাঙ্গায় বাল্যবিবাহের আয়োজন করায় বরসহ ৫ জনের কারাদন্ড

লোকালয় ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করায় বরসহ পাঁচজনকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এই ঘটনার সঙ্গে তিনজনের প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গার আবুল কাশেমের ছেলে এবং ওই বাল্যবিবাহের বর রফিকুল ইসলাম (১৯), বরের ভগ্নিপতি একই উপজেলার ইসলামপুরের আমজাদ হোসেন (২৫), কনের ভগ্নিপতি হাবিবুর রহমান (৪৫), ঘটক বাঘাডাঙ্গার জসিম মণ্ডল (৩৭) ও কাজীর সহকারী জীবননগর পৌর এলাকার শাপলাকলিপাড়ার মো. শহিদুল ইসলাম (২২)। আর অর্থদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন জীবননগর উপজেলার জহিরুল ইসলাম (৩২), রুবেল হোসেন (৩৫) ও শাকিল হোসেন (২০)। তাঁরা তাৎক্ষণিকভাবে দণ্ডের অর্থ পরিশোধ করে দায় থেকে মুক্তি পান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পাশে কাজীর বাড়িতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। বরসহ আটজনকে আটক করে থানায় নেওয়া হয় এবং কনেকে হেফাজতে রাখা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই শাস্তি দেওয়া হয়।

ইউএনও সেলিম রেজা বলেন, আটকের পর অপরাধ স্বীকার করায় পাঁচজনের প্রত্যেককে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড এবং সহযোগিতার জন্য বাকি তিনজনের প্রত্যেককে দুই হাজার টাকার করে জরিমানা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com