লোকালয় ২৪

চুনারুঘাট সীমান্তে মাদক বিরোধী সভা

আব্দুর রাজ্জাক রাজুঃ চুনারুঘাট সীমান্তে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৪ জুলাই) বিকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাসপাড়া দোকানের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন,সমাজ সেবক জাকির হোসেন পলাশ,রউপ মেম্বার,তাতী মেম্বার ও স্থানীয় বিএনপি’র সেক্রেটারি শামীম আজাদ।খাসপাড়া থেকে বক্তব্য রাখেন ফালান মিয়া, মোহাম্মদ আলী ও আহম্মদ আলী।

চুনারুঘাট থানার ওসি বলেন,পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে মাদকমুক্ত দেশ গড়ার ঘোষনা দিয়েছেন ।এর ধারাবাহিকতায় তারা সীমান্ত এলাকার চিহ্নিত মাদককারবারীদের আত্মসমর্পন করিয়ে পুর্ণবাসন করার চেষ্টা করছেন ।
যারা আত্মসমর্পন করে মাদক ব্যবসা ছাড়বে না তাদের কপালে দুঃখ আছে বলে হুশিয়ারি করেন ওসি শেখ নাজমুল হক।
আগামী ১৫ দিনের মধ্যে চিমটিবিল খাসে অবস্থিত মাদক কারবারীরা সু-পথে না আসলে কঠোর অবস্থানে যাবে পুলিশ।