লোকালয় ২৪

চুনারুঘাট সাবরেজিস্টারের ওপর দলিল লেখকের হামলার ঘটনায় থানায় মামলা

চুনারুঘাট সাবরেজিস্টারের ওপর দলিল লেখকের হামলার ঘটনায় থানায় মামলা

চুনারুঘাট প্রতিনিধি :  চুনারুঘাট সাবরেজিস্টারের ওপর দলিল লিখকের  হামলা এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় হামলার ঘটনা ঘটে। মামলা সুত্রে জানা যায়   স্থানীয় দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব  আহাদ  মিয়া একটি দলিল রেজিস্টারি করতে নিয়ে গেলে উক্ত দলিলে ভূল সংশোধ করার কথা বললে তখন আহাদ মিয়া  ক্ষিপ্ত হয়ে  সাব রেজিস্টার খায়েরুজ্জামানের  ওপর হামলা করে।  খবর পেয়ে দলিল লিখক সমিতির  নেতৃবৃন্দ  বিষয়টি মীমাংসার জন্য সন্ধ্যায় এক শালিস বৈঠক করেন।  তবে এতে কোন সুরাহা হয়নি। বিষয়টি  জেলা রেজিস্টার মোঃ ইলিয়াস হোসেনকে অবগত করেন উপজেলা রেজিস্টার খায়েরুজ্জমান। তিনি খবর পেয়ে  এসে তাকে চিকিৎসা সেবা দিয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থার  নির্দেশ দেন। রাত ৯টায় উপজেলা রেজিস্টার খায়রুজ্জামান বাদী হয়ে দলিল লিখক আহাদসহ ৩জনের নাম উল্ল্যেখ করে  চুনারুঘাট  থানায় মামলা  দায়ের করেন। এবিষয়ে উপজেলা রেজিস্টার  খায়রুজ্জামান  জানান দলিল লিখক  সমিতির সভাপতি  আহাদ  মিয়া একটি দলিল রেজিস্টারি করতে নিয়য়ে আসে  উক্ত দলিলে ভূল সংশোধ করার কথা বললে তখন আহাদ তার লোকজন নিয়ে ক্ষিপ্ত হয়ে  আমার ওপর হামলা করে। ব্যাপারে জেলা রেজিস্টার  ইলিয়াস হোসেন  ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন  বিষয়টি  খুবই দুঃখ জনক, কাজটি সঠিক হয়নি দোষ হলে বিচারে জায়গা রয়েছে সে আইন অমান্য করেছে। আমরা এর শাস্তি দাবী করছি। চুনারুঘাট থানার অফিসার  ইন-চার্জ কেএম আজমিরুজ্জামান  জানান, ঘটনার  পর তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি থানায় মামলা রুজু হয়েছে আসামী ধরতে আমাদের পোশাক ও সিভিল টিম মাঠে কাজ করছে। আশা করি খুবই দ্রুত আসামী  ধরে আদালতে সোপর্দ করতে পারব।