লোকালয় ২৪

চুনারুঘাটে সৈয়দ আলী হত্যার ২ বছর, প্রধান আসামী সুমন এখনও ধরা ছোয়ার বাইরে

চুনারুঘাটে সৈয়দ আলী হত্যার ২ বছর, প্রধান আসামী সুমন এখনও ধরা ছোয়ার বাইরে

মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট প্রতিনিধি:  চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল বস্তি গ্রামের সৈয়দ আলী হত্যার ২ বছর পেরিয়ে গেলেও পুলিশ ঘাতক সুমনকে ধরতে ব্যর্থ। এতে জনমনে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে সৈয়দ আলীর স্ত্রী পেয়ারা খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানায় তৈয়ব আলীর পুত্র রুমন মিয়া (২০), মৃত রজব আলীর পুত্র তৈয়ব আলী (৪৫), তৈয়ব আলীর স্ত্রী মোছাঃ সামছুন্নাহার (৪০) কে আসামী করে ৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- জি.আর ১২৯/১৬। উল্লেখ্য যে, গত ০৮/০৬/২০১৬ ইং তারিখে উপজেলার পারকুল বস্তি গ্রামের মৃত রজব আলীর ছেলে সৈয়দ আলী (৫০) কে একই বাড়ির আপন ভাতিজা ঘাতক রুমন মিয়া (২০) এর হাতে থাকা পিকল দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে। পিকলের আঘাতে ঘটনাস্থলেই সৈয়দ আলী মারা যান। ঐদিন স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার ২ বছর পেরিয়ে গেলেও আসামীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। শাক দিয়ে মাছ ঢাকা কি যায় ? হত্যা মামলার অপর আসামী তৈয়ব আলী ও শামছুন্নাহার জামিনে বাড়িতে এসে মামলার বাদী পেয়ারা খাতুনকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি দিচ্ছে। উল্লেখ্য যে, সৈয়দ আলীর মৃত্যুবার্ষিকীতে তার বাড়িতে রুহের মাগফেরাত কামনা করে গতকাল শনিবার এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে নিহতের পরিবার। উক্ত হত্যা মামলাটি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।