চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জ চুনারুঘাটের আমুরোড এলাকায় সাংবাদিক রাজুর নেতৃত্বে ৬ লিটার বাংলা মদ সহ নুরুল হক (৪০) কে আটক করেছে জনতা। সে রাণীকোর্ট গ্রামের মৃত আশ্বব উল্লাহর পুত্র।
(৮ আগষ্ট) শনিবার সকালে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের রনজিৎ রৌদ্রপালের মদের বার থেকে ৬ লিটার মদ নিয়ে গ্রামের দিকে আসে নুরুল হক । এসময় সাংবাদিক রাজু খবর পেয়ে আমুরোড পাল বাড়ির সামনে জনতা নিয়ে আটক করে তার রিক্সার সিটের নিচ থেকে কয়েকটি বোতলে করে ৬ লিটার মদ সহ তাকে আটক করেন।
সাথে সাথে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরী ও চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক কে জানালে তিনি এসআই হেলাল উদ্দিন কে পাঠিয়ে আটক নুরুল হককে পুলিশ হেফাজতে নিয়ে যান।
পরে চুনারুঘাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক নুরুল হক কে ৬ মাসের জেল ও ১০০ টাকা অর্থদণ্ড জড়িমানা করেন।
উল্লেখ্যে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার পর ভারতীয় মদ আসা বন্ধ থাকায় আশপার্শের চা বাগানের মিনি বার থেকে বোতলে করে এভাবে হোম ডেলিভারী দেয়া হচ্ছে।