সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সনাতন পরিবারের দুর্ধর্ষ ডাকাতি

চুনারুঘাটে সনাতন পরিবারের দুর্ধর্ষ ডাকাতি

চুনারুঘাটে সনাতন পরিবারের দুর্ধর্ষ ডাকাতি
চুনারুঘাটে সনাতন পরিবারের দুর্ধর্ষ ডাকাতি

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের মৃত গুরুধন দাসের পুত্র সাধন চন্দ্র দাসের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। জানা যায়, গত শনিবার গভীর রাত ২টার দিকে সংঘবদ্ধ ডাকাতরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উপজেলার রূপসপুর গ্রামের সাধন দাসের বসতঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ডাকাতরা বসতঘরে থাকা মূল্যবান বিদেশী কাপড়-চোপড়, স্বর্ণালংকার, নগদ টাকা-পয়সা সহ বসতঘরের সুকেচ, ওয়ারড্রব ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাতরা প্রায় ৩ লক্ষ টাকার মালমাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় সাধন ও তাহার পরিবারের লোকজনদের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে ডাকাতির ঘটনাটি দেখতে পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানকে বিষয়টি জানালে চুনারুঘাট থানার এস.আই অলক বড়–য়া সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিছ আলী আলতা মিয়া, আওয়ামীলীগের ইউনিয়ন সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য সুরুজ আলী সহ অনেকেই উক্ত সাধন দাসের বাড়িতে এসে সাধন দাসকে সান্তনা দেন। এ ব্যাপারে চুনারুঘাট থানায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন চন্দ্র দাস বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়াছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুনারুঘাট থানায় কোন মামরা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com