চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট প্রতিনিধি: “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় চুনারুঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে চুনারুঘাট উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। আজ ১১ জুলাই বুধবার সকালে চুনারুঘাট পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়। মা-মনির পরিচালক শামিম আহমদ ও ফেরদৌস আহমেদ এর উপস্থাপনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদাউস তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু তাহের। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া খাতুন, আহম্মদাবাদ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনার পরির্দশক মোঃ জুলহাস আহমেদ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসার খলিলুর রহমান, কামরুল ইসলাম, ফাতেমা বেগম, আমির হোসেন প্রমুখ। পরিবার পরিকল্পনার হিসাব মতে ২০১২ সালে জন্ম নিয়ন্ত্রনের হার ছিল ৬২ দশমিক ২ শতাংশ। সর্বশেষ ২০১৬ সালে ছিল ৬২ দশমিক ৩ শতাংশ। বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ বছরে জন্ম নিয়ন্ত্রনের পদ্ধতি ব্যবহারের হার একই রকম রয়েছে। প্রত্যাশা অনুযায়ী শহরা লের (৬৬ দশমিক ৩ শতাংশ) মহিলারা গ্রামা লের (৬৯ দশমিক ৪ শতাংশ) মহিলার চেয়ে বেশি হারে জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি ব্যবহারের সঙ্গে মোট প্রজনন হারের (টোটাল ফার্টিলিটি রেট-টিএফআর) সম্পর্ক সরাসরি। ১৫-৩৯ বছর বয়সি নারী যত সন্তানের জন্ম দেন, সেটাই টিএ ১৯৭৫ সালের নারীরা মোট ৬টির বেশি সন্তানের জন্ম দিতেন ( টিএফআর ছিল ৬ দশমিক ৩ শতাংশ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিশেষজ্ঞ প্রপুলেশন সাইন্সেস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. একে এম নুরুননবী বলেন, এনালগ দৃষ্টিতে হবে না। অর্থাৎ পুরানো ধাচেঁর কর্মসূচি দিয়ে পরিবার পরিকল্পনা চলবে না। ইনোভেটিব এপ্রোচ লাগবে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে। এখন চিন্তা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। মানুষের মূল্যবোধ হুড়হুড় করে পরিবর্তন হয় না। সম্পদের সঙ্গে জনসংখ্যার ব্যালেন্স দেখতে হবে। জনসম্পদ কাজে লাগাতে পারলে পরিবার পরিকল্পনা কাজে আসবে।
এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। অনুষ্টানে পরিবার পরিকল্পনায় সহযোগীতা করে বিশেষ অবদান রাখায় আহম্মদাবাদ ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু ও ডাক্তার মুসলিম উদ্দিনসহ ৭ জনকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com