লোকালয় ২৪

চুনারুঘাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

চুনারুঘাটে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি এ স্লোগান নিয়েই’ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি/২০১৯-২০ মৌসুমের কৃষি প্রণোদনা হিসাবে উপজেলার ৩ শত ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গতকাল (২৫ নভেম্বর) সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার বারিন্দ্র রায়, উপজেলা সমবায় অফিসার মো: এমরানুল হক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মোস্তাফিজুর রহমান রিপন প্রমূখ। এ সময় উপজেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায়, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: নুরুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি শেখ জামাল আহমেদ ও অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ আরও অনেক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। সভা শেষে ৩ শত ৪০ জন কৃষকের মাঝে সরিষা, ভুট্টা, সূর্যমুখী, শীতকালীন ও গ্রীষ্মকালীন মুগসহ রাসায়নিক সার বিতরণ করা হয়।