লোকালয় ২৪

চুনারুঘাটে কালেঙ্গা-রেমা সড়কটি চলাচল অনুপযোগী, যাত্রীদের ভোগান্তি

চুনারুঘাটে কালেঙ্গা-রেমা সড়কটি চলাচল অনুপযোগী, যাত্রীদের ভোগান্তি

ফারুক মিয়া, চুনারুঘাট থেকে: চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের কালেঙ্গা রেমা, পাকুড়িয়া, আইতন, বটেরতল, আব্দাছালিয়া, কৃষ্ণপুর, নালমুখ পাকা রাস্তাটি খানা খন্দে ভরে যাওয়ায় বড় ধরনের ফাটল ও বড় বড় গর্ত খন্ড খন্ড হয়ে ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ জনগণ ও দূর দূরান্তের আসা-যাওয়াকারী সকল যাত্রীরা। উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন, পাকুড়িয়া, পীরেরগাঁও, আব্দাছালিয়া, পড়াঝার, গাতাবলা, আদমপুর, কৃষ্ণপুর, রূপসপুর, জলিলপুর, গোয়াছপুর, আলোনিয়া, বড়াব্দা বাসুল্লা, সোনাচং বাজার সহ ২টি ইউনিয়নের জনসাধারণের উপজেলা সদর চুনারুঘাট বাজারে যাওয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম ওই সড়কটি। কিছুদিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। যে কারণে ওই রাস্তায় প্রতিদিনই ঘটছে বিভিন্ন দূর্ঘটনা। দীর্ঘ ৮ থেকে ৯ কিঃমিঃ রাস্তাটি দিন দিন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই সড়ক দিয়ে ছোট বড় হাজারো যানবাহন প্রতিদিন চলছে। গ্রামগঞ্জের সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার প্রায় ৯০ শতাংশ স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে সরকারি কলেজ, ডিসিপি উচ্চ বিদ্যালয়, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়, গাতাবলা দাখিল মাদ্রাসা, গোয়াছপুর হাফিজিয়া মাদ্রাসা, পাকুড়িয়া হাফিজিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। সিএনজি চালকরা একত্রিত হয়ে বেশ কয়েকবার রাস্তার যেখানে খুব বেশি ভাঙ্গা সেখানে ইট বালু ফেললেও বর্তমানে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তাটির বেহাল অবস্থা ধারণ করেছে। কিন্তু তা আর কতদিন পর সব ইট রাস্তার সাথে সড়কের ধুলিবালির সাথে মিশে যাবে। এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন হাজারো ভুক্তভোগী যাত্রীগণ। স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন যাবত ধরে সংস্কারের কাজ না হওয়ায় এটি মাটির আগের রাস্তাতে রূপান্তরিত হয়েছে। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তার খানাখন্দে পানিতে ভরে যায়। অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষক, সরকারি চাকুরীজীবি ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। লাখো মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়কটি। বিগত কয়েক বছর পূর্বে গুরুত্ব বিবেচনা করে পাকাকরণ হবে ব লে ধারনা করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্তও রাস্তাটি সংস্কার করা হয়নি। তাই খানাখন্দে ভরে গিয়ে দিন দিন উক্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভ্যান, ব্যাটারী চালিত অটোরিক্সা সিএনজি প্রতিনিয়ত চলাচল করলেও অনেক যানবাহন ইতিমধ্যেই কমে গেছে। ফলে যানবাহনের উপর নির্ভরশীল বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থী ও শিক্ষক, ব্যবসায়ীসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এই সড়কে প্রতিদিন এলাকার হাজারো সিএনজি চলাচল করে। সিএনজি চালকদের পরিবারের জীবিকা নির্বাহ করার একমাত্র বাহন এই রাস্তাটি। যানবাহন চলাচল উপযোগী করতে সিএনজি শ্রমিক সংগঠনের উদ্যোগে বিগত কয়েকমাস পূর্বে তাদের নিজ অর্থায়নে ছোট বড় গর্তে ইট বালি ফেলে স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন। কিন্তু টানা বর্ষণে এগুলো উঠে সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়ে চলাচলে বেহাল অবস্থা ধারণ করেছে।