চুনারুঘাটে এসএসসির ফলাফলে বিপর্যয়

চুনারুঘাটে এসএসসির ফলাফলে বিপর্যয়

চুনারুঘাটে এসএসসির ফলাফলে বিপর্যয়
চুনারুঘাটে এসএসসির ফলাফলে বিপর্যয়

ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট থেকেঃ চুনারুঘাট উপজেলার ২৪টি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বিস্মিত হয়ে পড়েছে ছাত্রছাত্রী সহ অভিভাবকবৃন্দ। নামি-দামি কয়েকটি উচ্চ বিদ্যালয়ে পাশের হার সন্তোষজনক হলেও জিপিএ ৫ নিয়ে হতাশ হয়ে পড়েছেন অভিভাবক সহ সুশীল সমাজ। বিগত বছরের ফলাফলের সাথে এবারের ফলাফল কেউ ই মেলাতে পারছেন না। জিপিএ ৫ নিয়ে এমন হতাশাজনক ফলাফলকে শিক্ষকদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষকদের মাঝে অন্তদ্বন্ধ, দলাদলি ও নানা বিষয়ে আলোচনায় স্থান পাচ্ছে এবারের ফলাফলকে ঘিরে। অন্য দিকে ফলাফলে বিপর্যয়ের সর্বোচ্চ রেকর্ড করেছে চুনারুঘাট উপজেলার শানখলা উচ্চ বিদ্যালয়। ১’শ ৮জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে কোনো রকম পাশ করছে মাত্র ৩১জন। ওই বিদ্যালয়ে পাশের হার ২৮.৭০%। পাশ হাই স্কুল এন্ড কলেজে ২’শ ১২জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে ১’শ জন পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৪৭.১৭%। ছুবহে সাদেক উচ্চ বিদ্যালয়ে ১’শ ২জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৩জন পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৪২%। সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৫৬জনের মধ্যে ৩১জন পাশ করলেও জিপিএ ৫ নেই। পাশের হার ৫৫.৩৬%। কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে ৬৪জন ছাত্রছাত্রীর মধ্যে ৩২জন পাশ করলেও জিপিএ ৫ নেই। পাশের হার ৫০%। মিরাশী উচ্চ বিদ্যালয়ে ৭৪জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৪জন পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৫৯.৪৬%। সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ে ১’শ ৯৮জন ছাত্রছাত্রীর মধ্যে ১’শ ২৪জন পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৬২.৬৩%। আলহাজ্ব মোজাফ্ফার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২’শ ৩০জন ছাত্রছাত্রীর মধ্যে ১৪৭জন পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৭৬.৯৬%। জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ৭৫জন ছাত্রছাত্রীর মধ্যে ৫৪জন পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৭২%। আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৭৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৩১জন পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৭৫.২৯%। চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ে ১’শ ৫০জন ছাত্রছাত্রীর মধ্যে ১’শ ৩০ পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৮৬.৬৭%। আলোরপথে উচ্চ বিদ্যালয়ে ৭৭জন ছাত্রছাত্রীর মধ্যে ৫৫জন পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৬৪.৯৪%। গাজীনগর উচ্চ বিদ্যালয়ে ৪৬জন ছাত্রছাত্রীর মধ্যে ৪০ জন পাশ করলেও জিপিএ ৫ নেই। এ বিদ্যালয়ে পাশের হার ৮৬.৯৫%। একডালা উচ্চ বিদ্যালয়ে ৭৭জন ছাত্রছাত্রীর মধ্যে ৭৩জন পাশ করলেও জিপিএ ৫ নেই। পাশের হার ৯৪.৮০%। শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ১’শ ২৯জন ছাত্রছাত্রীর মধ্যে ১’শ ৭ জন পাশ করলেও জিপিএ ৫ নেই। পাশের হার ৮২.৯৫%। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কাচুয়া বহুমুখি উচ্চ বিদ্যালয়ে ৬০জন ছাত্রছাত্রীর মধ্যে ৬০জনই কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ না থাকলেও এ বিদ্যালয় থেকে শতভাগ পাশের মাধ্যমে চুনারুঘাট উপজেলায় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

এ দিকে এবছর চুনারুঘাট উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৩’শ ৬৫জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৪’শ ১৪জন এবং পাশের হার ৭২%। এবার এ উপজেলায় ২৪টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ৮টি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ৪১জন। জিপিএ ৫ প্রাপ্ত বিদ্যালয় গুলো হলো রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ১’শ ৩৮ জন ছাত্রছাত্রীর মধ্যে পাশ করেছে ১’শ ২৮জন। জিপিএ ৫ পেয়েছে ৭জন। পাশের হার ৯২.৭৫%। গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ থেকে ২’শ ৭জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১’শ ৮২জন। জিপিএ ৫ পেয়েছে ৭জন। পাশের হার ৮৭.৯২%। দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২’শ ৯৬ জনের মধ্যে পাশ করেছে ২’শ ১৬জন। জিপিএ ৫ পেয়েছে ৬জন ও ভোকেশনাল শাখা থেকে ১জন । পাশের হার ৭২.৯৭%। আমুরোড উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ১’শ ৯০ জনের মধ্যে পাশ করেছে ১’শ ৩৫জন। জিপিএ ৫ পেয়েছে ২জন। পাশের হার ৭১.৫%। অগ্রণী উচ্চ বিদ্যালয় থেকে ৩’শ ১৭জন থেকে পাশ করেছে ২’শ ৯২জন। জিপিএ ৫ পেয়েছে ৬জন। পাশের হার ৯২.১১%। চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৯৬জনের মধ্যে পাশ করেছে ৬১জন। জিপিএ ৫ পেয়েছে ৬জন। পাশের হার ৬৩.৫৪%। মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজ থেকে ১’শ ৯৬জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১’শ ৪৫জন। জিপিএ ৫ পেয়েছে ৫জন। পাশের হার ৭৩.৯৮%। সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ৯৩জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৮৮জন। জিপিএ ৫ পেয়েছে ২জন। পাশের হার ৯৪.৬২%। অভিজ্ঞ মহল বলছেন, এমন হতাশাজনক ফলাফলের কারণ খোঁজে বের করা দরকার। নতুবা আগামীর ফলাফল আরও বিপর্যয় আসতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com