লোকালয় ২৪

চুনারুঘাটের নিম্নাঞ্চলে বন্যা

চুনারুঘাটের নিম্নাঞ্চলে বন্যা

চুনারুঘাট থেকে: কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে পাহাড়ি রাস্তা ও গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, মৎস্য চাষীরা।

সোমবার বিকেলে সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হাড়াজোড়া, কালামন্ডল,কালিশিরি, দেওরগাছ ইউনিয়নের নিম্নাঞ্চল, গাজীপুর ইউনিয়নে পাহাড়ি ছড়া দিয়ে ভারতীয় পানি ঢুকে দুধপাতিল,বনগাও,কোনাগাও, ছনখলাসহ ৭-৮ টি গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে করাঙ্গী নদীর বাঁধের উপর পানি প্রবেশ করে উপজেলার রানীগাও, সাটিয়াজুরী ইউনিয়নের ১৫-২০ টি গ্রাম প্লাবিত হয়েছে।

রানীগাও ইউনিয়নের শাহপুর,আলাপুর,পারকুলসহ ৭-৮ টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল, কৃষ্ণপুর,দৌলতপুর, কুনাউড়া, চিলামী, সিরাজনগর, দারাগাও, টিলাগাও,আটালিয়া,বাসুদেবপুরসহ ১২-১৫ টি গ্রাম পানিতে নিম্মজিত রয়েছে।

কয়েকটি বিদ্যালয়ে পানি প্রবেশ করায় ছাত্র-ছাত্রী আসতে পারছে না। অতিরিক্ত বৃষ্টির ফলে ইউনিয়নের দারাগাও রাস্তা ধসে পরেছে। শ্রীবাড়ি চা বাগান এলাকায় গাছপালা, বাড়ীঘর ধসে পড়েছে।

ইউপি মেম্বার সন্তুষ তাতি জানান- শ্রীবাড়ি চা বাগান এলাকায় শতাধিক গাছপালা ৪-৫ টি ঘর ধসে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল জানান- কয়েকদিনের বৃষ্টিতে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উপজেলা প্রশাসনের লোকজন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন নিয়মিত।