লোকালয় ২৪

চীনে রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ২২

চীনে রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২২। এ ঘটনায় আরো আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।

বুধবার ভোর রাতে উত্তর চীনের হেবেই প্রদেশের কাউনজাকওহো শহরের এ ঘটনা ঘটে। সেদেশের সংবাদমাধ্যম সিনহুয়া এই খবর জানিয়েছে।

খবর পাওয়া মাত্র দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয়েছে উদ্ধার অভিযান। চলছে আগুন নেভানোর কাজ। এখনও বিস্ফোরণের কারণ স্পষ্ট ভাবে জানাযায়নি।

তবে বিস্ফোরণের তীব্রতা দেখে মৃত ও আহত দুটির ক্ষেত্রেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। যারা আহত হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাসায়নিক প্ল্যান্টের কাছাকাছি থাকা ৩৮টি ট্রাক ও ১২টি গাড়িতে দ্রুত আগুন ধরে যায়। সেগুলি এখন পুড়ে ছাই হয়ে গিয়েছে।

সাম্প্রতিক কালে চীনের বেশ কিছু রাসায়নিক কারখানা ও গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৩ জুলাই চীনের সিচুয়ান প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হন। আহতের সংখ্যা ছিল ১২।

জিয়াংআন কাউন্টি শিল্পাঞ্চলে ‘ইয়েবিন হেংদা টেকনলোজি’ পরিচালিত রাসায়নিক প্ল্যান্টে এই বিস্ফোরণ হয়। এরপর ২৪ নভেম্বর চীনের ঝিলিন প্রদেশের একটি গুদামে বিস্ফোরণে ২ জন মারা যান। আহত হন ৫৭ জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৩৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে ১৫টি বাড়ি ভেঙে যায়।