লোকালয় ২৪

চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ইন-ফা’

http://lokaloy24.com

লোকালয় ডেস্ক:চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশে আঘাত হানছে শক্তিশালী টাইফুন ‘ইন-ফা’। গতকাল শনিবার এ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানায় দেশটির বন্যা নিয়ন্ত্রণ ও ত্রাণ বিষয়ক কর্তৃপক্ষ। উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত।

আজ রোববার সন্ধ্যা নাগাদ চীনা ভূখণ্ডে আঘাত হানতে পারে ইন-ফা। তাইওয়ান থেকে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিবেগে চীনের দিকে ধাবিত হয়েছে ঝড়টি। এর প্রভাবে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ক্ষয়ক্ষতি এড়াতে রেল, বিমান, জাহাজ চলাচল ও সমুদ্র বন্দরগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাতিল করেছে অন্তত ১০০টি রেল চলাচল এবং ৯০টি অভ্যন্তরীণ ফ্লাইট। বন্ধ করা হয়েছে প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান। কোন ধরনের জমায়েত না করে বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয়দের। এছাড়াও নিকটবর্তী সাংহাইতেও জারি করা হয়েছে সতর্কতা।

এদিকে, প্রবল বন্যায় বিপর্যস্ত হেনান প্রদেশে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জন।