সংবাদ শিরোনাম :
চাষিদের ঋণ মওকুফ না হওয়া পর্যন্ত মোদিকে ঘুমাতে দেবো না: রাহুল গান্ধী

চাষিদের ঋণ মওকুফ না হওয়া পর্যন্ত মোদিকে ঘুমাতে দেবো না: রাহুল গান্ধী

চাষিদের ঋণ মওকুফ না হওয়া পর্যন্ত মোদিকে ঘুমাতে দেবো না: রাহুল গান্ধী
চাষিদের ঋণ মওকুফ না হওয়া পর্যন্ত মোদিকে ঘুমাতে দেবো না: রাহুল গান্ধী

লোকালয় ডেস্কঃ ১০ বছর আগে ভারতে লোকসভা নির্বাচনের ঠিক আগে চাষিদের ৬০ হাজার কোটি রুপির ঋণ মওকুফ করে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করেছিলেন মনমোহন সিং। আর ১০ বছর পর ২০১৯ সালের লোকসভা ভোটের মুখে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিলেন, ২০১৯ সালে ক্ষমতায় এলে ঋণ মওকুফ করা হবে।’

১৮ ডিসেম্বর, মঙ্গলবার কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। কলকাতার দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাহুল ঘোষণা করেন, ‘যতক্ষণ চাষিদের ঋণ মওকুফ না হচ্ছে, ততক্ষণ মোদিকে ঘুমাতে দেবো না। আর যদি প্রধানমন্ত্রী ঋণ মওকুফ না করেন, তাহলে আমরা ২০১৯ সালে করবো।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কংগ্রেস বিধানসভা ভোটের আগে দেশটির তিনটি রাজ্যে কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় এসে একের পর এক ঋণ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা।

উত্তর প্রদেশ, মহারাষ্ট্র বা আসামের মতো বিজেপি– শাসিত রাজ্যে কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিলেও, ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আগেই জানিয়েছেন, বিপুল আর্থিক দায় নিয়ে জাতীয় স্তরে ঋণ মওকুফ সম্ভব না। কিন্তু রাহুল অভিযোগ করেন, মোদি গত সাড়ে চার বছরে ১৫ থেকে ২০ জন শিল্পপতির তিন লাখ কোটি টাকা ঋণ মওকুফ করে দিয়েছেন। সাধারণ মানুষের টাকা তাদের পকেটে ঢুকিয়ে দিয়েছেন। মোদি দুটি ভারত তৈরি করেছেন। একটি ভারত হচ্ছে ১৫ থেকে ২০ জনের। ব্যক্তিগত বিমানের। ব্যক্তিগত ঋণ মওকুফের। আর আরেকটি ভারত গরিব জনতা, কৃষক ও ছোট দোকানদারদের।’

রাহুলের বক্তব্য অনুযায়ী, মোদি সরকার সাড়ে চার বছরে কৃষকদের এক টাকাও মওকুফ করেননি। এদিকে কংগ্রেস সরকারের ঋণ মওকুফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিপিএমসহ অন্য বিরোধী দলগুলো।

এদিকে রাহুলের বক্তব্য শুনে বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে ঘুমাতে না দেওয়ার কথা বলে রাজনৈতিক বিতর্কের মান আরও নিচে নামিয়ে আনা হলো। যারা ৬০ বছর ধরে দুর্নীতি করে মানুষকে ঘুমাতে দেয়নি, তাদের মুখে এ ধরনের কথা মানায় না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com