লোকালয় ২৪

চারপাশে বাঁকানো পর্দার পেটেন্ট শিয়াওমির

চারপাশে বাঁকানো পর্দার পেটেন্ট শিয়াওমির

তথ্য প্রযুক্তি ডেস্কঃ স্মার্টফোনের জন্য বাঁকানো পর্দার পেটেন্ট পেয়েছে শিয়াওমি। স্যামসাং গ্যালাক্সি ডিভাইসের মতো দুই পাশে নয়, বরং চারপাশেই বাঁকানো এই পর্দা।

২০১৪ সালে কার্ভড পর্দার গ্যালাক্সি এজ স্মার্টফোন উন্মোচন করে স্যামসাং। পরবর্তীতে গ্যালাক্সি এস৯ বা নোট ৯ ডিভাইসেও দেখা গেছে ওই পর্দা। কিন্তু এই ডিভাইসগুলোর পর্দা দুই পাশে বাঁকানো, ওপরে এবং নিচে সমান।