সংবাদ শিরোনাম :
চাঁদে মহাকাশযান পাঠাবে ইসরায়েল

চাঁদে মহাকাশযান পাঠাবে ইসরায়েল

লোকালয় ডেস্কঃ চাঁদের উদ্দেশে ইসরায়েলের প্রথম মহাকাশযান যাত্রা শুরু করবে এ বছর ডিসেম্বরে। ছোট দেশ হলেও এ কাজের মাধ্যমে প্রযুক্তির দিক দিয়ে তারা নিজেদের সুনাম প্রতিষ্ঠা করতে চায়।

১০ জুলাই, মঙ্গলবার এ মহাকাশযান উৎক্ষেপণের অভিপ্রায় জানিয়েছে সে দেশের মহাকাশ সংস্থা স্পেসআইএল। খবর এএফপি।

মনুষ্যবিহীন এ মহাকাশযানের ওজন হবে ৫৮৫ কিলোগ্রাম। ডিসেম্বরে উৎক্ষেপণ সফল হলে তা ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি চাঁদে অবতরণ করবে।

ইসরায়েলের এ মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহার করা হবে যুক্তরাষ্ট্রের কোম্পানি স্পেসএক্সের একটি রকেট। তাদের এ মহাকাশযান চাঁদে গবেষণার কাজে ব্যবহার হবে। তবে অন্য কিছু করার আগে ইসরায়েল চাঁদের মাটিতে নিজেদের একটি পতাকা স্থাপন করবে।

ইসরায়েলের এ কাজের শুরু হয় গুগল লুনার এক্সপ্রাইজের অংশ হিসেবে। কম খরচে চাঁদে মহাকাশযান পাঠানোর পুরস্কার হিসেবে বিজ্ঞানীদের ৩০ মিলিয়ন ডলার দেওয়ার কথা বলেছিল গুগল। এ প্রতিযোগিতায় যোগদান করে স্পেসআইএল। এ বছর মার্চের মাঝে প্রতিযোগিতা শেষ হয়। যদিও এতে কেউ জেতেনি, তবে স্পেসআইএল এরপরেও চাঁদে মহাকাশযান পাঠানোর চেষ্টায় অটল রয়েছে।

তাদের এ প্রকল্পে সরকারি সহায়তা নেই। ইসরায়েলের বিলিয়নেয়ার মরিস কান এর খরচ বহন করছেন। মোট খরচ পড়ছে ৯৫০ লাখ ডলার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com